• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

প্রাপ্তবয়স্ক দুষ্টু বানর অনেক দিন ধরেই লোকালয়ে কৌশল করে উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৩৯ পিএম
প্রাপ্তবয়স্ক দুষ্টু বানর অনেক দিন ধরেই লোকালয়ে কৌশল করে উদ্ধার

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি প্রাপ্তবয়স্ক বানর উদ্ধার করা হয়েছে। বানরটি কয়েক মাস ধরে মানুষের বাসাবাড়িতে ঢুকে ক্ষতিসাধন করত। এ দুষ্টু বানরটি নিয়ে এলাকায় মানুষ আতঙ্কে ছিলেন। গতকাল মঙ্গলবার ১২নভেম্বর ২০২৪ইং, দুপুরে উপজেলার রামনগর মণিপুরিপাড়া এলাকা থেকে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন যৌথ অভিযান পরিচালনা করে বানরটিকে উদ্ধার করেন, পরে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান।

উপজেলার রামনগর মণিপুরিপাড়া এলাকার বাসিন্দা বর্ণা রানি দেব বলেন, প্রায় দু-তিন মাস দুষ্টু বানরটি এলাকায় ঘোরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতঙ্কে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে বানরটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে জান।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানর দল বেঁধে থাকে, এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এটি অনেক দিন ধরেই রয়েছে বলে মনে হচ্ছে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, এই বানরটির বিষয়ে জানার পর আমাদের লোকজন সেখানে যান। বানরটি প্রাপ্তবয়স্ক হওয়ায় এটিকে কৌশল করে খাঁচায় খাবার দিয়ে অনেক কষ্ট করে ধরতে হয়েছে। বানরটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা বানরটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিবেন বলে জানান তিনি।

 

 

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন