• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটতে নেমে পর্যটক নিখোঁজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:২৩ পিএম
টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটতে নেমে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সাঁতার কাটার সময় পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটক আলী হোসেন জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজার চেষ্টা শুরু করেছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যাংকের কর্মীরা হাউসবোট ভাড়া করে হাওরে ভ্রমণে যান। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় পৌঁছান কয়েকজন। এসময় আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে জানান , হাওরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম ঢাকা পোস্টকে জানান, নিখোঁজ হওয়া ব্যক্তির জন্য খুব খারাপ লাগছে। ব্যাপারটা দুঃখজনক। নিখোঁজ আলী হোসেন জনতা ব্যাংকে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত।  তিনি কিশোরগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসেছিলেন। আমরা প্রশাসনের সবাই ঘটনাস্থলে আছি। ডুবুরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছেন। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন