সাবেক এমপি বদি চট্টগ্রামে গ্রেপ্তার
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৮ পিএম

চট্টগ্রাম থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ-সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে টেকনাফে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।


র্যাব-৭ এর সহকারী পরিচালক শরিফুল হক রাত সাড়ে ১০টায় যুগান্তরকে বলেন, নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় থেকে বদিকে আটক করা হয়েছে। কক্সবাজারের সাবেক এই এমপির নাম ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় রয়েছে।
আরেকটি সূত্রে জানা গেছে, বদিকে কক্সবাজারে নিয়ে যাওয়া হবে। তার বিরুদ্ধে এর আগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: