• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. রাজধানী

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য জাল সিল মেরে পাসপোর্ট জমা, গ্রেপ্তার ৬


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৫ পিএম
যুক্তরাষ্ট্রের-ভিসার-জন্য-জাল-সিল-মেরে-পাসপোর্ট-জমা-গ্রেপ্তার-৬
ফাইল ফুটেজ

যুক্তরাষ্ট্রের ভিসা অসৎ উপায়ে পাইয়ে দিতে ছয়জনকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারের কথা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জানিয়েছে (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ)। বুধবার রাতে তাদের ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উপ-কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ(সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ওয়াহিদ উদ্দিন, পলাশ চন্দ্র দাস, শফিকুল ইসলাম সুমন, আবু জাফর, মাহবুবুর রহমান খান ও আরিফুর রহমান। প্রতারণার কাজে তাদের কাছ থেকে ব্যবহৃত উদ্ধার করা হয়েছে জাল সিল এবং তিনটি পাসপোর্ট। উপ-কমিশনার জানান, কয়েকটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দিতে মালয়েশিয়া, কম্বোডিয়া ও মালদ্বীপ ভ্রমণের জাল সিল দিয়ে বিভিন্নজনের পাসপোর্ট মার্কিন দূতাবাসে জমা দেয়।

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য জাল সিল মেরে পাসপোর্ট জমা, গ্রেপ্তার ৬

বিষয়টি বুধবার গুলশান থানায় দূতাবাস কর্মকর্তাদের নজরে আসলে মামলা হয়, পরে গ্রেপ্তার করা হয় তাদেরকে। তাদের জিজ্ঞাসাবাদ বর্তমানে পুলিশ হেফাজতে করা হচ্ছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ''ভিসা প্রসেসিং তাদের রয়েছে প্রতিষ্ঠান'' উপ কমিশনার তারেক পাওয়া তথ্যের বরাতে বলেন। কোটি কোটি টাকা চক্রটি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে পুলিশ কর্মকর্তা উল্লেখ করে তারেক বলেন, চলছে চক্রের গ্রেপ্তারের অভিযান অন্য সদস্যদের।

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য জাল সিল মেরে পাসপোর্ট জমা, গ্রেপ্তার ৬

প্রয়োজন নেই  ভিসা পেতে কোনো দালাল ধরার জানিয়ে মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে,  ভিসা আবেদন সংক্রান্ত দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া আছে প্রয়োজনীয় তথ্য। ভিসা প্রত্যাশীদের প্রতি এই আবেদন অনলাইনে সারতে আহ্বান জানিয়ে দূতাবাস বলছে, কেবল ভিসা প্রত্যাখ্যাতই হবে না কেউ ভুল তথ্য কিংবা নথি দিলে, ভবিষ্যতে অযোগ্য হিসেবে বিবেচিত হবে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্যও।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন