‘বন্ধু ফেল করলে বাঙালি দুঃখ পায়, পাশ করলে আরও দুঃখ পায়’
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। তিনি ‘অগ্নিশপথ’ চলচ্চিত্রে অভিনয় করে রূপালী পর্দায় পা রাখেন। তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। তবে ‘আই লাভ ইউ’ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এদিকে যখন একের পর এক ফ্লপ ছবিতে টালিগঞ্জের বেহাল দশা ঠিক তখন দেব ‘খাদান’ ছবি দিয়ে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমায় এবার ভাবতে হবে যখন বাংলা কমার্শিয়াল ছবির সঙ্গে অন্য ভাষার ছবি মুক্তি পাবে তখন যেন কোনও অংশে বাংলা পিছিয়ে আছে এমন মনে না হয়। ক্যানভাসটা আরও বড় করতে হবে।’
‘আমি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চাইলেও বিতর্ক আমার পিছু ছাড়ে না। আমি কিন্তু কারও খাবার ছিনিয়ে নিয়ে নিজের পেটটা ভরতে চাই না। আমার লক্ষ্যটা খুব ক্লিয়ার। আমি একা বড় হতে চাই না। ইন্ডাস্ট্রিকে বড় করতে চাই।’
অভিনেতার কথায়, ‘বাঙালির একটা অদ্ভুত অভ্যাস আছে। বন্ধু ফেল করলে দুঃখ পায়। পাশ করলে আরও দুঃখ পায়। প্রথম হলে তো কথাই নেই!’ আমার কাছে আর কিছুই ম্যাটার করে না। শুধু আমার দর্শক কী বলছেন সেটুকু নিয়েই আমি চিন্তা করি।’
টালিগঞ্জে নিয়ে দেব বলেন, ‘আগে জুটি ভিত্তিক সাফল্য আসত ঠিকই। দেব-কোয়েল, দেব-শুভশ্রী, রাজ-দেব জুটির কথা শুনে দর্শক হলে আসতেন। তবে এখন সবটা নির্ভর করে গল্পের উপর। আপাতত আমার চেষ্টা ‘খাদান’ যেন দুবাইয়ের মাটিতেও একই রকম জয়ের পতাকা ওড়াতে পারে। সকলে যেন আমায় তেমন আশীর্বাদই করেন।’
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- দেব
- সাক্ষাৎকার
- টালিগঞ্জ
- টালিউড
আপনার মতামত লিখুন: