নব নিযুক্ত দুই সদস্যের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে শপথ গ্রহণ
নবনিযুক্ত দুই সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে শপথ নিয়েছেন আজ। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে আজ বুধবার তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শপথ নেওয়া সেই দুই সদস্য হলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং সাবেক সচিব মো. খলিলুর রহমান। আজ বেলা ১টা ৩০ মিনিটে অনুষ্টিত হয় এ শপথ গ্রহণ কার্যক্রম। শপথ গ্রহণ অনুষ্ঠান সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী সঞ্চালনা করেন।
এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি কর্ম কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: