গণছাঁইটাই চলছে শেয়ারচ্যাটে, ২০ শতাংশ কর্মীর চাকরি যাবে
টেক ইন্ডাস্ট্রির সময় গত বছর থেকেই ভালো যাচ্ছে না। প্রতিদিনই আসছে কর্মী ছাঁটাইয়ের খবর গণমাধ্যমে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেই ধারাবাহিকতায় গণছাঁইটাই শুরু করেছে শেয়ারচ্যাট। প্রতিষ্ঠানটির ছাঁটাই করা হবে প্রায় ২০ শতাংশ কর্মী।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সোমবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে জানান, প্রতিষ্ঠানের আয় কমেছে বাহ্যিক নানা কারণে। কর্মী ছাঁটাইয়ের সে জন্যই সিদ্ধান্ত। শর্ট ভিডিও অ্যাপ মোজ ও শেয়ারচ্যাটে বরখাস্ত করা হতে পারে চাকরিরত কমপক্ষে প্রায় ৫০০ জনকে। প্রতিষ্ঠানটির এক উপদেষ্টা বলেন, বেদনাদায়ক ও অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদের।
আরও পড়ুন>> যেকোনো স্মার্টফোন পাসওয়ার্ড ছাড়াই আনলক করার কৌশল
অত্যন্ত প্রতিভাবান আমাদের কর্মীরা। আমাদের দীর্ঘদিনের সফরসঙ্গী এই স্টার্ট আপের। কিন্তু প্রায় ২০ শতাংশ কর্মীকে তা সত্ত্বেও করতেই হবে ছাঁটাই।তিনি আরও বলেন, অতি প্রয়োজনীয় প্রজেক্টেই আপাতত কোম্পানির স্বার্থে অর্থ লগ্নি করা হবে। মূল্যবৃদ্ধি হওয়াতেই বাজারে সবকিছুর অনেক আলোচনার পর কোম্পানি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।'
তবে কোম্পানি খালি হাতে বিদায় দিচ্ছে না কর্মীদের। জানা গিয়েছে, নোটিশ পিরিয়ডে সব বেতন থাকাকালীন, চাকরি করেছেন যে কয়েক বছর, ২ সপ্তাহের বেতন প্রতি বছরের জন্য, স্বাস্থ্যবিমা দেওয়া হবে চলতি বছরের জুন পর্যন্ত। ৪৫ দিনের নোটিশ পিরিয়ডের মধ্যে পাশাপাশি চাকরি যাওয়ার পর বেঁচে থাকা ছুটিগুলিওতারা নিতে পারবেন।
পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: