কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই
আর নেই নামকরা কার্টুনিস্ট সেই এম এ কুদ্দুস। রাজধানীর শাহীনবাগের বাসায় আজ শনিবার সকালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের। তাঁর ৫০ বছর বয়স হয়েছিল।
সাধারণ সম্পাদক আকতার হোসেন (ঢাকা সাংবাদিক ইউনিয়নের) তিনি বলেন, ঘুমের মধ্যে এম এ কুদ্দুস মারা গেছেন বলে তিনি শুনেছেন। জাতীয় প্রেসক্লাবে আজ বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
ছবি : এম এ কুদ্দুস
আরও পড়ুন>> জুনে ৩২ লাখের বেশি জরিমানা আদায় করেছে বিআরটিএ
গত ৩ জুলাই দৈনিক সংবাদে এম এ কুদ্দুসের আঁকা কাঁচা মরিচের দাম নিয়ে এই কার্টুনটি প্রকাশিত হয়। এটিই সর্বশেষ ফেসবুকে তিনি শেয়ার দিয়েছিলেন। মৃত্যুর আগপর্যন্ত এম এ কুদ্দুস কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন দৈনিক সংবাদের।
ছবি : এম এ কুদ্দুসের ফেসবুক থেকে নেওয়া
দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন এর আগে তিনি। রাজবাড়ী জেলায় তাঁর বাড়ি। এম এ কুদ্দুস পত্রিকায় কার্টুন এঁকে সুনাম কুড়িয়েছিলেন। সাংবাদিক সমাজে তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে। ফেসবুকে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম তাঁকে স্মরণ করেছেন। জানিয়েছেন শোক বার্তা।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি তাঁর মৃত্যুতে ফরিদা ইয়াসমিন, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ডিইউজে সভাপতি সোহেল হায়দারসহ অন্যরা প্রকাশ করেছেন তাঁর প্রতি গভীর শোক।
পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
- বিষয়:
- কার্টুনিস্ট
- সাংবাদিক
- এম এ কুদ্দুস
- মৃত্যু
আপনার মতামত লিখুন: