উজিরপুরের নদী থেকে ৫ দিন ধরে নিখোঁজ ট্রলার চালক মাহাবুবের সন্ধানে দাবিতে মানববন্ধন
উজিরপুরের সন্ধ্যা নদী থেকে নিখোঁজ ট্রলার চালক মাহাবুব হাওলাদারের সন্ধানে মানববন্ধন করেছে বাবুগঞ্জ উপজেলার রাহুত কাঠী বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী। ৫ ফেব্রুয়ারি সকাল ১০ঃ৩০ মিনিটে বাবুগঞ্জ উপজেলার
০৩ নং দেহেরগতি ইউনিয়নের ঐতিহ্যবাহী রাহুত কাঠী বাজার ব্যবসায়ী সমিতি, স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এ বি এম মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, নিখোঁজ মাহবুবের বড় ভাই মোঃ জামাল হোসেন, বক্তারা বলেন ৫ আগস্ট এর পর থেকে একদল মৌসুমী চাঁদাবাজ, কিশোর গ্যাং, দখলবাজ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রকার অগ্নিসংযোগ অপহরণ গুম এর মত জঘন্য অপকর্মের জড়িত হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় মাহবুবকে ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা কৌশলে ট্রলারসহ অপহরণ করে গুম করে রেখেছে। তাই পুলিশ প্রশাসনকে অপহরণের শিকার মাহবুবকে খুঁজে পাওয়ার দাবী করেন। যুবদল নেতা রকিবুল হাসান বলেন, একদল চাঁদাবাজ বিএনপির সাথে মিশে একের পর এক অঘটন ঘটিয়ে দলের উপরে দায়ের চাপের চেষ্টা করছেন। তাদেরকে প্রতিরোধ করতে হবে, একই সাথে এ সকল মৌসুমী চাঁদাবাজার সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, দেশের মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়, সবাইকে দখলবার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে পুলিশকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। ঘাটের ইজারাদার ও নিখোঁজ মাহবুবের ভাই জামাল হোসেন বলেন তার ভাইকে খোঁজ না দেওয়া পর্যন্ত টলার বন্ধ থাকবে।
উল্লেখ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুব হাওলাদারকে বাবুগঞ্জ-উজিরপুর সন্ধ্যা নদী থেকে ৩১ জানুয়ারী রাত দশটার দিকে রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর আসার পথে পথিমধ্যে ট্রলার সহ নিখোঁজ হন। তারপর গত ৬ দিনও তার সন্ধান মেলেনী। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাটে নিয়মিত পারাপারের জন্য ট্রলার চালাতেন। ঘটনার দিন ৩১জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে ৮ থেকে ১০ জন তরুণ ও কিশোর যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে কেহ আসেনি।
নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদ ও সজনদের ধারণা পূর্ব শত্রুতার জেরে ও পূর্বের চাঁদাবাজদের কে চাঁদা না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী ও পরে নিয়মিত একটি মামলা আদায় করা হয়েছে। এদিকে উভয় থানার পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার দুপুরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম নিখোঁজ মাহবুবুর রহমানের বাড়িতে ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, উজিরপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন। উজিরপুর মডেল থানা পুলিশ এর অফিসার ইনচার্জ বলেন বাবুগঞ্জ থানা পুলিশ ও উজিরপুর থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক পুনরুত্থান / বরগুনা জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন: