LATEST
বগুড়ায় চোর সন্দেহে পায়ে পেরেক ঢুকিয়ে যুবককে নির্যাতন বগুড়ায় বিশেষ অভিযানে রেলওয়ে জায়গায় উদ্ধার ও ১৬ দোকান সিলগালা মুজিববর্ষে বগুড়ায় ঘর ও জমি পাচ্ছে আরও ৮৫৭ গৃহহীন পরিবার মুজিববর্ষে ঝিনাইদহে ৭০৫ গৃহহীন পরিবার ঘর পাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে শতাধিক বেনামি আম নামকরণের উদ্যোগ মোরেলগঞ্জে মুজিবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ হস্তান্তর বিষয়ক প্রেস ব্রিফিং ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা দুই ভাইয়ের মৃত্যু,গ্রামজুড়ে চলছে শোকের মাতম! ঝিনাইদহ সীমান্ত থেকে সাড়ে ৫ মাসে ৯২৮ জন আটক! বাজেটে মহার্ঘ ভাতাসহ ৮ দফা দাবি ১১-২০ গ্রেডের চাকরিজীবীদের পাবনায় দ্বিতীয় ধাপে ৩৩৭পরিবার পাচ্ছে ‘স্বপ্নের নীড়’

করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে বগুড়া চেম্বার অব কমার্স

করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। খাদ্য সামগ্রী, পিপিই, মাস্ক বিতরণের পর এবার নগদ অর্থ প্রদান শুরু হয়েছে। চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ২ হাজার অসহায় মানুষের হাতে নগদ প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। বগুড়া চেম্বার সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মাসুদুর রহমান মিলন সিআইপি’র তত্বাবধানে প্রত্যেকের হাতে নগদ ৭’শ টাকা ও মাস্ক প্রদান করা হয়। শনিবার বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু। জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, আজহারুল হান্নান রিপু, ইয়াকুব আলী, মমিনুল ইসলাম রকি প্রমুখ। উল্লেখ্য এর আগে ১৭ হাজার মানুষের কাছে খাদ্য সহায়তা, ১৮ হাজার মানুষকে মাস্ক  প্রদান সহ পিপিই, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে বগুড়া চেম্বার অব কমার্স। বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ জানান, করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, মাস্ক বিতরনসহ সবমিলিয়ে ৫৫ লাখ টাকার সহায়তা প্রদান করেছে চেম্বার অব কমার্স। এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Comments: