LATEST
বগুড়ায় চোর সন্দেহে পায়ে পেরেক ঢুকিয়ে যুবককে নির্যাতন বগুড়ায় বিশেষ অভিযানে রেলওয়ে জায়গায় উদ্ধার ও ১৬ দোকান সিলগালা মুজিববর্ষে বগুড়ায় ঘর ও জমি পাচ্ছে আরও ৮৫৭ গৃহহীন পরিবার মুজিববর্ষে ঝিনাইদহে ৭০৫ গৃহহীন পরিবার ঘর পাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে শতাধিক বেনামি আম নামকরণের উদ্যোগ মোরেলগঞ্জে মুজিবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ হস্তান্তর বিষয়ক প্রেস ব্রিফিং ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা দুই ভাইয়ের মৃত্যু,গ্রামজুড়ে চলছে শোকের মাতম! ঝিনাইদহ সীমান্ত থেকে সাড়ে ৫ মাসে ৯২৮ জন আটক! বাজেটে মহার্ঘ ভাতাসহ ৮ দফা দাবি ১১-২০ গ্রেডের চাকরিজীবীদের পাবনায় দ্বিতীয় ধাপে ৩৩৭পরিবার পাচ্ছে ‘স্বপ্নের নীড়’

তাহিরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে কয়লা ও চুনাপাথর জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড় সীমান্তে  বিওপির টহল দল অভিযান চালিয়ে পাথর, কয়লা এবং ঠেলাগাড়ী আটক করে  সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, লাউরগড় বিওপির টহল দল (৪মে) মঙ্গলবার ১১ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/৬-এস এর নিকট হতে  আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহিদাবাদ নামক স্থান হতে ১৩৫ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৪টি ঠেলাগাড়ী আটক করে, যার আনুমানিক মূল্য ৩৬,২০০/- টাকা।অপরদিকে, লাউরগড় বিওপির টহল দল ০৫ মে বুধবার ০৪ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট হতে  আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহিদাবাদ নামক স্থান হতে ৩২০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৪,১৬০/- টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান, আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় জীবন/নাসির বিড়ি, পাথর, কয়লা এবং ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments: