Publish: 1 week ago ( 1067)
আসন্ন স্থগিতকৃত ইউপি নির্বাচনে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের আ'লীগের বহুল বিতর্কীত আশরাফুজ্জামান খোকনের বিরুদ্ধে অন্তহীন চাঁদাজির অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়,বহুল বিতর্কীত এই আ'লীগের চেয়ারম্যান প্রার্থী খোকন ২০১৬ সালের ইউপি নির্বাচনে ব্যাপক অনিয়ম,দূর্নীতি, লুটপাট ও স্বজন প্রীতির জন্য মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের বিরুদ্ধে নির্বাচন করেছিল এই বিতর্কিত নেতা। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন ইউপি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী বলেছিলেন যাহারা ইতিমধ্যে বিগত পৌর ও ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিংবা প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন তারা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন না বলে হুশিঁয়ারী দিয়েছিলেণ দলের শীর্ষ এই নেতা। কেন্দ্রীয় আওয়ামী লীগ দলের এই সিদ্ধান্ত থাকলেও বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়ন এর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ব্যাপারে এক অভিন্ন বিষয দেখা গেছে। বহুল বিতর্কিত এক নেতা এই ভিপি খোকন কোন এক অপশক্তিকে কাজে লাগিয়ে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তার নির্বাচনী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে শুরু করে দেয় মেম্বার নিয়োগের বাণিজ্য। আর এই মেম্বার নিয়োগ-বাণিজ্যে যে সকল প্রার্থীগণ তাকে মোটা অংঙ্কের টাকা প্রদান করতে পারবেন তিনি হবেন আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেম্বার। এমনকি তিনি ইতিমধ্যে বিগত (২৮ মার্চ) সন্ধ্যা বেলায় তার নির্বাচনী এলাকা লক্ষীপাশা বাজারে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে বসে উপজেলা ও জেলার শীর্ষ নেতাদের তার নির্বাচনী এলাকায় উঠান বৈঠকে আসার আমন্ত্রন করে তার ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে নগদ খরচ বাবদ ১০/-১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে সূত্র জানা যায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা জানান, সিইসির কথিত মতে আসন্ন ইউপি নির্বাচন যদি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হয় তাহলে এই বিতর্কিত নেতার ভরাডুবি হবে। এমনকি বিতর্কিত এই নেতার মনোনয়নকে মেনে নিতে পারছেন না বলেও তারা জানান। তারা আরও জানান যে, তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান খানের বাড়িতে এবং তার নেতা-কর্মীদের উপর বিভিন্ন রকমের হয়রানি করতে থাকেন বিপি খোকনের সর্মথকরা। এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী আশরাফুজ্জামান খোকনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।
Comments: