Publish: 4 days ago ( 1276)
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর ঢালে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স যাত্রী ২ দিন বয়সের এক নবজাতক নিহত হয়েছে। সংঘর্ষে আহত আরও ৭জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ সোমবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনার পর বরিশাল-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানান, একটি অ্যাম্বুলেন্স বরিশাল নগরী থেকে মহাসড়ক ধরে গৌরনদীতে যাচ্ছিল। দোয়ারিকা সেতুর ঢাল এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী চরমোনাই মাহফিলের মুসুল্লীবাহী একটি বাসের সাথে ওই অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ২ দিন বয়সের এক নবজাতক নিহত হয়। দুর্ঘটনায় আহত অ্যাম্বুলেন্স ও বাসের ৭জন যাত্রীকে গুরুতর অবস্থায় শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Comments: