Publish: 5 days ago ( 1512)
রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা জে ব্লকের মধ্য নয়াগর ইউআইটিএস স্কুল গেটের সামনে থেকে ফারুক (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৭৪ বোতল বাংলা মদ সহ আটক করে ব্যাবের এর একটি চৌকস টিম। ব্যাটলিয়ন এলাকায় টহল ডিউটি রত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে অজ্ঞাত নামা এক ব্যক্তি দেশীয় চোলাই মদ সহ হাজী বাচ্চু মিয়া মার্কেটস্থ একটি ফাস্ট ফুডের সামনে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদটির বিষয়ে ডিউটি রত অফিসার তার উর্ধ্বতন কর্মকর্তাকে মুঠোফোনে অবহিত করে উক্ত ব্যক্তিকে সঙ্গীয় ফোর্স সহ ধৃত করতে সক্ষম হয়। ধৃত উল্লেখিত পরিমাণ দেশীয় অবৈধ চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ২৪ (খ) ধারার অপরাধ সংঘটন করেছে বিদায় আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মাদক দ্রব্য সহ ভাটারা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করার আবেদন করে (র্যাব) ভাটারা থানার মামলা নং (৩১)। র্যাবের এমন কঠোর নজরদারিতায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মাদক বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠন ও সূশীল সমাজের ব্যক্তিরা।
Comments: