Publish: 3 weeks ago ( 1282)
ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম জানান, বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন মিয়া।
তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি (লিটন মৃধা) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। তাকে আমরা প্রথমে মৌখিক এবং পরবর্তীতে কারণ দর্শানো নৌটিশ প্রদান করি। কিন্তু তার কোনো উত্তর তিনি দেননি। এর কারণে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে লিটন মৃধাকে অব্যহতি দেওয়ার সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুর শুকুর শেখ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লিটন মৃধা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Comments: