LATEST
বৃহস্পতিবার করোনার টিকা প্রয়োগ দেয়া হবে রাজধানীর ৫ হাসপাতালে আজ করোনার টিকা প্রয়োগ দেয়া হবে রাজধানীর ৫ হাসপাতালে শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১ মেয়র কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা চসিক নির্বাচন: বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী শৈলকুপায় সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র! ঝিনাইদহে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‘‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন”শ্লোগানে ঝিনাইদহে ট্রাফিক সচেতনতামুলক কর্মসূচি অনুষ্ঠিত সাংবাদিক তোতার কাব্যগ্রন্থ ‘দিবানিশি স্বপ্নের খেলা’ প্রকাশ করোনায় জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু, স্বামীর মৃত্যু শোকে স্ত্রী দুই সপ্তাহ ধরে আইসিইউ’তে!

বিএনপির চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকা মঙ্গলময়

Publish: 3 weeks ago ( 1313)

অনলাইন ডেস্ক :

বর্তমান বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকা মঙ্গলময় বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেছেন, এখন সরকার পতনের আন্দোলন করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় বা বিএনপিকে ক্ষমতায় এনে লাভ হবে না। কারণ,

দু-দুবার ক্ষমতায় গিয়ে বিএনপি নেতারা দুর্নীতিগ্রস্ত। যে কারণে সরকারের দুর্নীতির প্রতিবাদে মাঠে নামার নৈতিক শক্তি নেই বিএনপির। তার চেয়ে এই শেখ হাসিনা নেতৃত্বাধীন এ সরকার ক্ষমতায় থাকাই ভালো।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন। তিনি আরও বলেন, তিন বছর অপেক্ষা করে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। নিজেদের শুধরে নিতে হবে। আমি মনে করি, এটাই হবে মঙ্গলজনক। সরকার পতন করে ক্ষমতায় আসা ঠিক হবে না।

 

আলাপচারিতায় সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন, এখন সরকার পতন মানে তৃতীয়পক্ষ ক্ষমতায় আসা। কিন্তু বিএনপি তাতে সুফল পাবে না। সেটা আশা করাও ঠিক হবে না। বিএনপির অনেক নেতা-কর্মী সমর্থককে গুম, খুন বা নানাভাবে নির্যাতনের শিকার হতে হবে। যা মোটেও উচিত হবে না। বিএনপিকে এখন শক্তি সঞ্চয় করতে হবে। জনগণের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে হবে। নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।

বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, যেসব ইস্যু নিয়ে বিএনপির মাঠে থাকা দরকার তাতে নেই বিএনপি। করোনা প্রতিরোধে ভারতের সেরাম কোম্পানির টিকা বাংলাদেশ পাবে না, এটা আমি আগেই বলেছিলাম। কিন্তু বিএনপি এই ইস্যু নিয়ে জনগণের সামনে হাজির হয়নি। জনগণের অনেক সমস্যা কৃষিপণ্যেও মূল্যবৃদ্ধিসহ নানা বিষয়েও বিএনপি কিছুই করতে পারেনি। তাই আমি সার্টিফাই করব বর্তমান বিএনপির চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকা ভালো।

Comments: