Publish: 1 month ago ( 1143)
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-০৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার প্রতিবাদে সোনারগাঁও জাতীয় পার্টি মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করে।প্রতিবাদ সভায় বক্তরা বলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামে নামফলক ভাংচুরের ঘটনায় এমপিকে জড়িয়ে ষড়যন্ত্র করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলসহ এমপি খোকার বিরুদ্ধে যারা মিথ্যাচার করছেন তাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।এসময় প্রতিবাদ ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, জেলা জাতিয়পার্টির নেতৃবৃন্দ ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ইউ’পি চেয়ারম্যান আঃ রউফ, সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআর, কাউন্সিলর জাহেদা আক্তার মনি, কাউন্সিলর দুলাল মিয়া, বিদ্যালয় গভর্ণিং বডির সদস্য মোহাম্মদ আলী, আলেয়া আক্তার, সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সভাপতি এম.এ জামান, পিরোজপুর ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাশেম প্রমুখ।উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের প্রধান ফটক ও সীমান প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। উদ্বোধনের পর তার নাম ফলকটি কে বা কারা ভেঙ্গে ফেলে। নামফলক ভাংচুরের প্রতিবাদে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা সন্দেহ করে এমপি খোকার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করে।
Comments: