Publish: 1 month ago ( 1519)
রাজধানীর বাড্ডা আফতাব নগরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে বাড্ডা থানার পুলিশ। আজ সকাল আনুমানিক ৭:৩০ মিনিটের সময় জাতীয় সেবা ৯৯৯ এর ফোন পেয়ে বাড্ডা থানা পুলিশ আফতাব নগর জহুরুল ইসলাম সিটির ই ব্লকের ৮ নং সড়কে গলাকাটা ও পেটের ভুড়ি বের হওয়া ঐ যুবকের লাশ দেখতে পায়।পরে ঘটনাস্থলে বাড্ডা থানার ওসি (তদন্ত)আব্দুর রাজ্জাক ওসি অপারেশন ইয়াছিন গাজী ও ফাড়ি ইনচার্জ নাদিম হাজির হয়ে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে সার্বিক সহযোগিতা করেন। মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য ঘটনাস্থলে পিবি আই ঢাকা মহানগর দক্ষিণের একটি চৌকস টিমের ইন্সপেক্টর আবদুল হামিদ সাব ইন্সপেক্টর আফতাব এর সহায়তায় প্রযুক্তির মাধ্যমে লাশের জাতীয় পরিচয় পত্র বের করে লাশটির পরিচয় জানা যায় ।মৃত ব্যক্তির নাম মোঃ জয়নাল মিয়া তার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বাসিন্দা তার পিতার নাম মোঃ আদিল মিয়া মাতার নাম রেনু আক্তার ।লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Comments: