Publish: 1 month ago ( 1384)
দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কলামিষ্ট, রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্ভিক ও আদর্শবান সাংবাদিকতার প্রতীক ছিলেন খন্দকার মুনীরুজ্জামান। গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ণ এবং স্বার্থ সংরক্ষণে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মুনীরুজ্জামান-এর মৃত্যুতে গণমাধ্যমের যে ক্ষতি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়।দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কলামিষ্ট, রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
Comments: