promila ad

ঝিনাইদহে তারেক রহমানের জন্ম-বাষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ঝিনাইদহে তারেক রহমানের ৫৬ তম জন্ম-বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহীদ জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঝিনাইদহ গীতান্জলী সড়কের জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুল হক লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রোনক, শ্রমিক নেতা মানোয়ার হোসেন প্রমূখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয় ও পরে কেক কাটা হয়।এসময় বক্তারা তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।  

 

Comments: