Publish: 3 months ago ( 1581)
পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পেইল নামক এলাকার লুইস বন্দরের পাশে এই সড়ক দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।দুর্ঘটনার খবর নিশ্চিত করে মরিশাসে বাংলাদেশের হাই কমিশনার রেজিনা আহমেদ বলেছেন, মৃত কর্মীদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।নিহত সবাই হাইবেক পার্টনার নামে একটি কোম্পানির কর্মী। সকাল সাড়ে সাতটায় কর্মস্থলে যাওয়ার সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে একটি বাস টার্মিনালে ধাক্কা লাগান। এতে বাসটি দুমড়ে মুচড়ে মারা যান চার বাংলাদেশি। হতাহত হন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
Comments: