Publish: 4 months ago ( 1191)
গাইবান্ধা জেলা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আক্রান্ত শিক্ষকরা হচ্ছেন, প্রধান শিক্ষক আজিজা বেগম, সহকারী শিক্ষক আলহামরা পারভীন শাপলা ও ইফতিয়া বানু।
এ খবরে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেক শিক্ষার্থীর স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন অভিভাবকেরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল জানান, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করোনায় আক্রান্ত শিক্ষকরা বিদ্যালয়ে আসছেন না।
তবে এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে করোনায় সংক্রমণের আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক করোনা পজেটিভ। আর কোনো শিক্ষকের আক্রান্তের খবর তার জানা নেই। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান চলছে।
Comments: