LATEST
ভেড়ামারা পুলিশের বিশেষ অভিযানে পলাতক ১২ আসামী গ্রেফতার! দেশব্যাপী নিবন্ধন পেলেন নিরাপদ যানবাহন চাই নিযাচা ফাউন্ডেশন! নবীন আলেম ও হাফেজদের সংবর্ধনা দিলেন,রাসুলপুর হিলফুল ফুযুল সোসাইটি নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি শিক্ষার্থী তানজিলার তেঁতুলিয়ায় মাদকাসক্তি প্রতিরোধে স্থানীয় যুবসমাজের আয়োজনে আলোচনা সভা নাটোরের বাগাতিপাড়ায় আনসার কর্মকর্তা ও সদস্যের ঘুষের অডিও ভাইরাল! লালমনিরহাটের পুনাক শিল্প মেলায় কোমলমতি শিশুদের উপচে পড়া ভিড় ১৬ কোটি মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা ঝিনাইদহে অন্তকোন্দলে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা শার্শায় সন্ত্রাসী ভাড়া করে তিন লাখ টাকার গাছ কর্তন

রাতে উড়ছে জাতীয় পতাকা শিরোনামে প্রকাশিক সংবাদের ভিত্তিতে তদন্ত সম্পন্ন

রাতে উড়ছে জাতীয় পতাকা শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জেলা পর্যায় তদন্ত সম্পন্ন।

 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে ৯৫ নং বড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত ২০ ডিসেম্বর তারিখে রাতে জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয় লোকজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম কে অবহিত করেন। শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন এর নির্দেশে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাধনা মল্লিক রাত ৮ টায় বিদ্যালয় উপস্থিতি হয়ে স্থানীয় লোকজনের সম্মুখে জাতীয় পতাকা নামায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মোবাইল ফোনে অবহিত করেন।

 

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ হলে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম ( স্মারক নং- জেপ্রশি/ বাগের/৭৯৭/৬) এর বলে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেন। তদন্তকারী কর্রমকর্তা চিতলমারী  শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম গত মঙ্গলবার দুপুরে উক্ত বিদ্যালয়ে গিয়ে তদন্ত সম্পন্ন করেন। সমস্ত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে অভিযোগ কারীর অভিযোগ প্রমানিত হয়।

 

এ ব্যাপারে তদন্তকারি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এ প্রতিবেদকে বলেন তদন্ত সম্পন্ন করেছি যথা সময় জেলা শিক্ষা অফিসারের কাছ তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দিব।  উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাসির হাওলাদার এর বিরুদ্ধে বিভিন্ন অনিয় ও দূর্নীতির অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে জেলা সদর শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার গত (২৪ নভেম্বর/২১) তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।

 

 

পুনরুত্থান/আরিফা/সাকিব/দয়া

Comments: