Publish: 6 months ago ( 1575)
২০২০-২১ অর্থবছরে খুলনা সিটি করপোরেশনের ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বুধবার দুপুরে নগরভবনে তিনি এ বাজেট ঘোষণা করেন। এর আগে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকা। পরে সংশোধিত আকারে বাজেটের আকার দাঁড়ায় ৫৮২ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৬৭.৩২ শতাংশ।সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের আয়- রোজগার কমে যাওয়ায় এবারের বাজেটে হোল্ডিং ট্যাক্স, নিবন্ধন ফি (লাইসেন্স), দোকানঘর-অবকাঠামো বরাদ্দসহ নিজস্ব আয়ের খাত কমিয়ে আনা হয়েছে। একই সাথে ব্যয়ের খাত সংকুচিত করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি শেখ মো. গাউসুল আযম। তিনি বলেন, এবার বাজেটে নতুন করারোপ করা হয়নি। বাজেটের আকার কমলেও কনজারভেন্সি, ড্রেনেজ ব্যবস্থা, প্রযুক্তিগত খাতসহ উন্নয়নমূলক কর্মকান্ড স্বাভাবিক থাকবে। অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল।
Comments: